ছিন্নমূল একজন মানুষ, যাঁকে অনাথালয়ে থেকে চরম দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে। তিনিই মূকাভিনয়ের মত প্রান্তিক একটি শিল্পকে পরিচিতি দিয়েছেন সারা ভারতে। জনপ্রিয় করেছেন। মূকাভিনয়কে করে তুলেছেন গুরুত্বপূর্ণ চর্চার বিষয়। বিদেশে তুলে ধরেছেন মূকাভিনয়ের ভারতীয় রূপ। তিনি শ্রীনিরঞ্জন গোস্বামী। ইন্ডিয়ান মাইম থিয়েটার ও ন্যাশনাল মাইম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা। দেশে বিদেশে ছড়িয়ে আছে তাঁর অগণিত ছাত্র-ছাত্রী ও গুণমুগ্ধ ভক্ত। মূকাভিনয়ের জন্য পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, পদ্মশ্রী, কালিদাস সম্মান সহ অজস্র পুরস্কার ও সম্মান। তাঁকে নিয়ে রচনা "মূকতারা শুকতারা"।
ISBN: | 978-81-955549-0-4 |
Publish Date: | February, 2022 |
Page: | 192 |
Language: | Bengali |
Binding: | Hardboard |